পর্যটক সেবার মানোন্নয়নে-টোয়াক ও কুয়াকাটা গ্রান্ড হোটেল মতবিনিময়

প্রথম পাতা » কুয়াকাটা » পর্যটক সেবার মানোন্নয়নে-টোয়াক ও কুয়াকাটা গ্রান্ড হোটেল মতবিনিময়
বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২০


টোয়াক ও কুয়াকাটা গ্রান্ড হোটেল মতবিনিময়

কুয়াকাটা সাগরকন্যা অফিস॥


কুয়াকাটায় আগত পর্যটকদের শতভাগ সেবার মান নিশ্চিত করার লক্ষে ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) ও অভিজাত হোটেল কুয়াকাটা গ্রান্ড’র যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার শেষ বিকেলে গ্রান্ড গার্ডেনে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন টোয়াক প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার, বিশেষ অতিথি ছিলেন টোয়াক সেক্রেটারী জেনারেল আনোয়ার হোসেন আনু, ভাইস প্রেসিডেন্ট লুৎফুল হাসান রানা, কুয়াকাটা গ্রান্ড হোটেলের জেনারেল  ম্যানেজার আরিফ আহমেদ। মত বিনিময় সভায় টোয়াকের সদস্যবৃন্দ এবং গ্রান্ড হোটেল এর কর্মকর্তা কর্মচারীগন অংশগ্রহন করেন  ।
সভায় পর্যটকদের মান সম্পন্ন হোটেল গুলোতে বিশেষ ডিসকাউন্ট সহ সর্বোচ্চ সেবার মাধ্যমে কুয়াকাটাকে পর্যটকদের কাছে নিরাপদ ও গ্রহণযোগ্য করে তুলতে বিভিন্ন পদক্ষেপ নেয়ার বিষয়ে আলোচনা হয়।
পর্যটক সেবা নিশ্চিত করতে টোয়াক ও কুয়াকাটা  গ্রান্ড যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩২:০৪ ● ৩৫৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ