আমতলীতে কর্মহীন ৫’শ পরিবারের মাঝে খাদ্য বিতরণ

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে কর্মহীন ৫’শ পরিবারের মাঝে খাদ্য বিতরণ
মঙ্গলবার ● ২১ জুলাই ২০২০


আমতলীতে কর্মহীন ৫’শ পরিবারের মাঝে খাদ্য বিতরণ

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

আমতলী পৌরসভার উদ্যোগে প্রাণঘাতী করোনা ভাইরাসে কর্মহীন পৌরসভার তিনটি ওয়ার্ডের ৫’শ পরিবারের মাঝে পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান খাদ্য সহায়তা ও নগদ অর্থ বিতরণ করেছেন। মঙ্গলবার (২১ জুলাই) পৌরসভা প্রাঙ্গণে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাসে আমতলী পৌরসভার কয়েক হাজার মানুষ কর্মহীন হয়ে পড়ে। কর্মহীন এ সকল মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য সহায়তা বরাদ্দ করেছেন। ওই কর্মহীন মানুষের মধ্যে আমতলী পৌরসভার ৫’শ পরিবারকে খাদ্য সহায়তা ও নগদ অর্থ বিতরণ করা হয়।  উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌরমেয়র মতিয়ার রহমান মঙ্গলবার এ খাদ্য সহায়তা বিতরণ করেন। প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল ও নগদ ৪০ টাকা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম, কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান ও সাবেক কাউন্সিলর মেনাজ মিয়া প্রমুখ।
আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌরমেয়র মতিয়ার রহমান বলেন, পৌর শহরের কোন কর্মহীন মানুষ না খেয়ে থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৬:৩২:০৭ ● ২৭১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ