বিসিএস উত্তীর্ণদের নিয়ে সংবাদ প্রকাশের দারিদ্রতা!

প্রথম পাতা » মুক্তমত » বিসিএস উত্তীর্ণদের নিয়ে সংবাদ প্রকাশের দারিদ্রতা!
মঙ্গলবার ● ৭ জুলাই ২০২০


---

 শিবলী সাদেক॥

বিসিএস কি কেবল ধনিক শ্রেণির জন্য বিধিবদ্ধ কোনো চাকুরী? বিসিএস উত্তীর্ণদের নিয়ে সংবাদ প্রকাশের ধরণ এবং কারণ দেখে যে কোনো পাঠকের মনে হতে পারে বিসিএস কেবল বিত্তশালীদের জন্য নির্ধারিত বিষয়। দরিদ্র পরিবারের সন্তানরা এখানে কদাচিৎ আসতে পারে। তাই দরিদ্র পরিবারে এমন বিচিত্র ঘটনা ঘটলে সেই দারিদ্রতা অবশ্যই সংবাদের উপজীব্য বিষয়! সর্ব সাধারনের জন্য এই দারিদ্রতার ধরণ জানা অত্যন্ত জরুরী বিষয়। সংবাদ প্রকাশের ধরণ দেখে মনে হয়, কি একটা আজব ঘটনা ঘটে গেছে,  বুয়ার ছেলে মেজিস্টেট! এও কি সম্ভব? যেনো আকাশ থেকে পড়ার মতো অলৌকিক কোনো ঘটনা।
আমাদের দেশে শতকরা ৮০ভাগ মানুষ নিম্ন আয়ের। এমন আর্থসামাজিক প্রেক্ষাপটের একটি দেশে একজন কৃষকের ছেলে বিসিএস উত্তীর্ণ হলে, সেই কৃষক পরিবারের দারিদ্রতাই যেনো মূল উপজীব্য হয়ে ওঠে সংবাদের সর্বত্র। তাহলে বিসিএসে কি কেবল বিত্তশালীদের সন্তানরাই উত্তীর্ণ হবে? স্বভাবতই এমন প্রশ্ন জাগে? নির্ধারিত পরীক্ষা পদ্ধতি অনুসরণ করে মেধা যোগ্যতা দক্ষতার ভিত্তিতে উত্তীর্ণ প্রথম শ্রেণির একজন সরকারি চাকুরিজীবির সাথে বুয়ার ছেলে ম্যাজিস্টেট, মুচির ছেলে বিসিএস ক্যাডার, স্বামী স্ত্রী হলেন বিসিএস ক্যডার। এমন সব বিচিত্র শিরোনামের সংবাদ প্রকাশ কতোটা যৌক্তিক? দায়িত্বশীলদের নিকট প্রশ্ন রইলো। এ ধরণের সংবাদ সমাজে বিভাজন তৈরী করে বলে মনে করছি। সকল মেধাবীরাই সম্মান পাওয়ার যোগ্য। দারিদ্রতাকে উপজীব্য করে এ ধরণের সংবাদ প্রকাশ আমাদের দারিদ্রতাকে চিহ্নিত করে। এধরণের সংবাদ প্রকাশে দায়িত্বশীলদের দায়িত্ববান হওয়া জরুরী বলে মনে করছি।

লেখক-শিবলী সাদেক
সংবাদকর্মী।

বাংলাদেশ সময়: ২০:৪৩:২৬ ● ১৫২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ