
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের গুনী শিক্ষক নির্বাচনে অনিয়মের অভিযোগ উঠেছে। কিছু শিক্ষক অভিযোগ করেছেন, সাক্ষাৎকার ছাড়া দুইজন শিক্ষকের নাম জেলা অফিসে পাঠানো হয়েছে।
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিষয়টি নিয়ে দ্বিমত পোষণ করলেও, প্রেরিত তালিকাকে মূল্যায়িত করার দায়িত্ব কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার।
বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে জাতি গঠনে অবদানের স্বীকৃতি হিসেবে গুনী শিক্ষক পদক প্রদানের উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বাছাই প্রক্রিয়ায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সকল শিক্ষকদের অবহিত করবে এবং আবেদন সংগ্রহ করে সাক্ষাৎকারের জন্য ডাকবে।
সাক্ষাৎকারের মাধ্যমে একজন প্রধান শিক্ষক ও একজন সহকারী শিক্ষকের নাম উপজেলা শিক্ষা অফিস জেলা কার্যালয়ে প্রেরণ করবে। জেলা অফিস পর্যালোচনা করে নাম বিভাগীয় কার্যালয়ে প্রেরণ করবে। নির্বাচিত শিক্ষকরা সম্মাননা হিসেবে দুই লক্ষ টাকা, ক্রেস্ট ও সনদ পাবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানান, তালিকায় তাঁদের অন্তর্ভুক্ত করা হয়নি এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহিদা বেগম একাধিকবার নিজের ইচ্ছা অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছেন। তারা অভিযোগ করেন, একজন প্রধান শিক্ষকের মাধ্যমে প্রক্রিয়া পরিচালিত হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিদা বেগম মুঠোফোনে যোগাযোগ করা হলেও কথা বলেননি।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াসীন সাদেক বলেন, প্রাপ্ত তালিকা অনুমোদন দিয়েছেন। তিনি বলেন, গুনী শিক্ষক বাছাইয়ে যথাযথ প্রক্রিয়া না মানলে ব্যবস্থা নেওয়া হবে।