কলাপাড়ায় সিজারের সময় নবজাতকের পা ভেঙ্গে ফেললেন ডাক্তার!

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় সিজারের সময় নবজাতকের পা ভেঙ্গে ফেললেন ডাক্তার!
সোমবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৫


 

কলাপাড়ায় সিজারের সময় নবজাতকের পা ভেঙ্গে ফেললেন ডাক্তার!

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় সিজারিয়ান অপারেশনের সময় এক নবজাতকের বাম পা ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে জমজম ক্লিনিকের ডা. পার্থ সমদ্দার নামের এক চিকিৎসকের বিরুদ্ধে।

রবিবার রাতে বিষয়টি ধামাচাপা দিতে ওই শিশুর স্বজনদের লাঞ্ছিত করে ক্লিনিক থেকে বের করে দেয়া হয়। পরে রাতেই শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে নিয়ে যায় পরিবার। ওই শিশুর স্বজনদের অভিযোগ, গত বৃহস্পতিবার প্রসব বেদনা নিয়ে উপজেলার লালুয়ার ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের সিদ্দিক মিয়ার মেয়ে ও রফিকুলের স্ত্রী মিম বেগম কলাপাড়া পৌর শহরের জমজম ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হন। পরে ওই রাতেই মিমের সিজার করেন ওই ক্লিনিকের চেয়ারম্যান ডা. পার্থ সমদ্দার।সিজারের কিছুক্ষণ পরই টিকার কথা বলে নবজাতকের পায়ে একটি ইনজেকশন পুশ করা হয়। পরের দিন থেকেই নবজাতকের বাম পা ফোলা শুরু করে এবং কান্নাকাটি বাড়তে থাকে। বিষয়টি চিকিৎসককে অবহিত করলে তারা কর্ণপাত না করে উল্টো ওই ক্লিনিকের স্টাফ ও নার্সরা নবজাতের স্বজনদের সঙ্গে অসাদাচারনের পাশাপাশি তাদের ক্লিনিক থেকে বের করে দেন। পরে তারা অন্যত্র এক্সরে করে জানতে পারেন, সিজারের সময় নবাজতকের পা ভেঙ্গে ফেলেছেন ওই চিকিৎসক।

ডা. পার্থ সমদ্দার’র কাছে এ বিষয় জানতে চাইলে, তিনি সিজারের সময় পা ভাঙ্গার বিষয়টি অস্বীকার করেন।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা  স্বাস্থ্য কর্মকর্তা  শংকর প্রসাদ অধিকারী তিনি বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাইনি।  লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে  আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৫:১৩:০১ ● ৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ