কুয়াকাটা সৈকতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটা সৈকতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
মঙ্গলবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

কুয়াকাটা সৈকতের পূর্বদিকে কাউয়ার চর সমুদ্রপাড়ে অজ্ঞাতপরিচয় এক পুরুষের অর্ধগলিত লাশ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে খবর দেন। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে।

পুলিশের প্রাথমিক অনুমান, লাশটি কোনো জেলের হতে পারে। প্রায় এক সপ্তাহ আগে কোনো মাছধরা ট্রলার দুর্ঘটনার শিকার হয়ে তিনি নিখোঁজ হতে পারেন। লাশের পরনে শুধু সবুজ রঙের শর্টপ্যান্ট ছিল। তবে মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

সকাল ১১টার দিকে কুয়াকাটা নৌ পুলিশ লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়।

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বিকাশ মণ্ডল জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে। লাশ শনাক্ত করতে বিভিন্ন থানায় ছবি পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১১:৩০:৫৭ ● ৮৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ