
সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
বরিশালের আগৈলঝাড়ায় র্যাবের পোশাক পরে সদস্য পরিচয় দিয়ে প্রতারণার সময় শ্রমিকদল নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর দায়ের করা মামলায় আরও দুইজনকে আসামি করা হয়েছে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলার বাকাল ইউনিয়নের আমবাড়ি রাস্তায় ভুয়া র্যাব সদস্যরা স্থানীয় বিপুল ঢালী, পলাশ মণ্ডল ও চঞ্চল কর্মকারকে থামিয়ে তল্লাশি চালায়। এ সময় নিজেদের র্যাব পরিচয় দিয়ে মামলা করার ভয় দেখিয়ে তাদের কাছ থেকে ৫০ হাজার টাকা দাবি করে। তবে সিইও’র নাম জানতে চাইলে তারা তা বলতে পারেনি। এতে ভুক্তভোগীর সন্দেহ হলে স্থানীয়রা পুলিশে খবর দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে প্রতারকরা পালিয়ে যায়।
পরে স্থানীয়দের সহযোগিতায় একই উপজেলার চাদত্রিশিরা গ্রামের দুলাল মোল্লার ছেলে রমজান মোল্লা, পূর্ব পয়সা গ্রামের নগেন হালদারের ছেলে নরত্তোম হালদার এবং নাগিরপাড় গ্রামের মাজেদ মোল্লার ছেলে ও বাগধা ইউনিয়ন শ্রমিকদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করা হয়। তবে সুমনসহ আরও কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে গিয়ে এসআই সৌমেন বিশ্বাস গ্রেফতারকৃতদের থানায় নিয়ে আসেন।
আজ বুধবার সকালে ভুক্তভোগী বিপুল ঢালী বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় মামলা করেন। এরপর গ্রেফতার তিনজনকে আজ বুধবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এ বিষয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, তিনজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিদের ধরতে অভিযান চলছে। তদন্তে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।