মহিপুরে আম্ফানে ক্ষতিগ্রস্থ পরিবারে র‌্যাব’র ত্রাণ বিতরণ

প্রথম পাতা » কুয়াকাটা » মহিপুরে আম্ফানে ক্ষতিগ্রস্থ পরিবারে র‌্যাব’র ত্রাণ বিতরণ
শুক্রবার ● ২৯ মে ২০২০


মহিপুরে আম্ফানে ক্ষতিগ্রস্থ পরিবারে র‌্যাব’র ত্রাণ বিতরণ

কুয়াকাটা (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

শুক্রবার (২৯ মে) সকাল ১০টায় পটুয়াখালীর মহিপুরে ঘূর্ণীঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ, গৃহহীন ও নিম্ন আয়ের পরিবারের মাঝে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করেছে র‌্যাব-৮। পটুয়াখালী ক্যাম্প অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে এ ত্রাণ সাহায্য বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত, গৃহহীন ও দূরত্বদের মাঝে চাল, ডাল, চিনি, তৈল, সেমাই, পেঁয়াজ, আলু, চিড়া বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন মহিপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সহ প্রেসক্লাবের অন্যতম সদস্যরা। আলিপুরের আঃ বারেক (পচা চা) বলেন, আমার একটিমাত্র ছেলে তাও আলাদা থাকে আমি খুব কষ্টে জীবন যাপন করছিলাম । এই সাহায্য পেয়ে আমি খুব উপকৃত হয়েছি। র‍্যাব-৮, পটুয়াখালী কে আন্তরিক ধন্যবাদ জানাই।
মহিপুরের মন্নান মাঝি জানান, করোনার কারণে দীর্ঘদিন আমি সাগরে যেতে পারিনি। এখন অবরোধ চলছে । আমি খুব কষ্টে সংসার পরিচালনা করছিলাম। এসময়ে র‍্যাব-৮, পটুয়াখালী আমাদের পাশে দাঁড়িয়েছে তাদের ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই।


এমই/এমআর

বাংলাদেশ সময়: ১৬:৫২:৪০ ● ২৪৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ