দু’দফা কালবৈশাখী ঝড় বানারীপাড়ায় কাঁচা আমসহ ফসলের ব্যাপক ক্ষতি

প্রথম পাতা » বরিশাল » দু’দফা কালবৈশাখী ঝড় বানারীপাড়ায় কাঁচা আমসহ ফসলের ব্যাপক ক্ষতি
বুধবার ● ৬ মে ২০২০


কালবৈশাখী ঝড়ে সুলতান হোসেনের বাগানের ঝরে যাওয়া বিভিন্ন প্রকার আমের একাংশ।

জি.এম রিপন, বানারীপাড়া সাগরকন্যা প্রতিনিধি॥
ররিশালের বানারীপাড়ায় ১০ ঘন্টার ব্যবধানে দু’দফা কালবৈশাখী ঝড়ে গাছের কাঁচা আমসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এবিষয়ে বানারীপাড়ার মডেল ও সফল চাষি সুলতান হোসেন সাগরকন্যাকে জানান, মঙ্গলবার রাত অনুমান পৌনে ১১টার দিকে হঠাৎ করে কালবৈশাখী শুরু হয়ে প্রায় ১ ঘন্টা অবস্থান করে রাত সাড়ে ১২টার দিকে থেমে যায়। পরদিন বুধবার সকাল পৌনে ৭টা থেকে একই ভাবে ঝড় শুরু হয়ে সকাল পৌনে ৮টা পর্যন্ত চলতে থাকে। এতে তার বাগানের ২০০০ আম গাছের ডাল-পালা ভেঙ্গে যাওয়ার পাশাপাশি ফজলি, আম¤্রপালী, শ্রাবনী, মল্লিকা, বারী ফোর, থাই কাঁচা-মিঠা জাতের প্রায় ৫০ মন কাঁচা আমসহ বিভিন্ন প্রকার ফল ঝড়ে পড়ে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার বসত বাড়ির গাছপালা ভেঙ্গে যাওয়ার পাশাপাশি কাঁচা আম ও আমড়ার মূকুল ঝড়ে পড়াসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ওলিউল আলম বলেন, কালবৈশাখী ঝড়ে প্রাথমিক ভাবে আমরা ফসলের ২% ক্ষয়-ক্ষতি নির্ধারণ করে একটি রিপোর্ট দিয়েছি। এছাড়া উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে এব্যাপারে কাজ শুরু করছেন। তারা তথ্য সংগ্রহ করার পরেই ক্ষয়-ক্ষতির পরিমান নির্ধারণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৩:২৩:১৮ ● ৪৬৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ