ফায়ার সার্ভিস কর্মীদের রেশন কর্মহীন পরিবারের মাঝে বিতরণ

প্রথম পাতা » বরিশাল » ফায়ার সার্ভিস কর্মীদের রেশন কর্মহীন পরিবারের মাঝে বিতরণ
সোমবার ● ২৭ এপ্রিল ২০২০


---

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥
বরিশালের গৌরনদী ফায়ার সার্ভিস কর্মীদের নিজেদের রেশনের খাদ্য সামগ্রী সোমবার বিকেলে গরিব ও অসহায়দের বাড়িতে বাড়িতে পৌঁছে দিলেন। গৌরনদী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আবদুস ছালাম জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বর্তমান পরিস্থিতিতে এপ্রিল মাসের নিজেদের রেশনের চাল, আলুসহ অন্যান্য খাদ্য সামগ্রী উত্তোলন করে নিজেরা না নিয়ে কর্মহীন অসহায় ৪০টি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিলেন ফায়ার সার্ভিস কর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী ফায়ার সার্ভিসের লিডার মো. মহিদুল আলম, অফিস সহকারি মো. আরিফুর রহমান, ফায়ারম্যান মো. সাব্বির মোল্লা, মো. মাসুদ রানা, দিলীপ কুমার মন্ডল ও মো.সফিকুল ইসলামসহ অন্যান্য ফায়ার কর্মিরা। ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, ২০২০ সালের মার্চ মাসের মাঝামাঝি অবস্থায় দেশে এই মহামারি করোনাভাইরাস ধরা পড়ে। সেই থেকেই গৌরনদী ও আগৈলঝাড়ার বিভিন্ন এলাকায় ও পাড়া মহল্লায় গিয়ে জীবানুনাশক স্প্রে ছিটানোসহ গণসচেতনতা মূলক বিভিন্ন প্রচারণার কাজ তাঁরা অব্যহত রেখেছেন।

বিকেএস/এনবি

বাংলাদেশ সময়: ১৬:২৯:০৬ ● ৪০৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ