কলাপাড়ায় সন্ত্রাসী হামলার বিচার দাবি করে গৃহবধূর সংবাদ সম্মেলন

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় সন্ত্রাসী হামলার বিচার দাবি করে গৃহবধূর সংবাদ সম্মেলন
বুধবার ● ২২ এপ্রিল ২০২০


---

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
ইটবাড়িয়া এলাকার ইউপি মেম্বার রিয়াজ আকনের নেতৃত্বে আমার বাড়িতে সশস্ত্র হামলা চালানো হয়েছে। এসবের প্রতিবাদ করায় আমার স্বামী ভাড়াটে মোটরসাইকেল চালক উজ্জল কাজী ও দেবর শামীম কাজিকে কুপিয়ে, পিটিয়ে জখম করা হয়েছে। রিয়াজ মেম্বারসহ তার সহযোগী সন্ত্রাসী বাহিনী দীর্ঘদিন ধরে ইটবাড়িয়া জিয়া কলোনির আমাদের বাড়িতে গিয়ে অন্যায়ভাবে টাকাপয়সা চেয়ে আসছিল। যা দিতে অস্বীকার করায় ১৫ এপ্রিল শেষ বিকেলে হামলা চালানো হয়। গুরুতর জখম করা হয় আমার স্বামী উজ্জল কাজীকে। তিনি বর্তমানে পটুয়াখালীতে চিকিৎসাধীন রয়েছে।
এমনসব এন্তার অভিযোগ এনে বুধবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন উজ্জল কাজীর স্ত্রী রিনা বেগম। রিনা বেগম আরও দাবি করেন, মারধর করে তাঁদের ব্যবহারের স্বর্ণালঙ্কার, টাকাপয়সা ছিনিয়ে নেয়া হয়েছে। তারা এ ঘটনায় কলাপাড়া থানায় ১৬ এপ্রিল একটি অভিযোগ দাখিল করেছেন। কিন্তু আইনগত কোন প্রতিকার মেলেনি বলে রিনা বেগম দাবি করেছেন। রিনার দাবি রিয়াজ মেম্বার এলাকার চিহ্নিত সন্ত্রাসী প্রকৃতির লোক। তিনি এর প্রতিকার চেয়েছেন। রিনা বেগম বলেন, আমার স্বামীসহ পরিবারের ওপর সন্ত্রাসী হামলার বিচার চাই। কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, রিনা বেগমের কোন লিখিত অভিযোগ তার কাছে পৌছেনি। দিলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। রিয়াজ মেম্বারের পরিবারের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাঁদের পাল্টাঅভিযোগ ছিল, রিয়াজ মেম্বার ওই বাড়িতে গিয়ে বাইরের জেলা থেকে আসা তাঁদের আত্মীয়দের কোয়ারেন্টাইনে থাকতে বলায় রিয়াজের ওপর সশস্ত্র হামলা চালানো হয়েছে।

এমইউএম/এনইউবি

বাংলাদেশ সময়: ১৭:২৬:২৫ ● ৩৮১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ