তালতলীতে ভুয়া এতিম খানায় ৬ লক্ষ টাকা আত্মসাৎ!

প্রথম পাতা » বরগুনা » তালতলীতে ভুয়া এতিম খানায় ৬ লক্ষ টাকা আত্মসাৎ!
শনিবার ● ২১ মার্চ ২০২০


তালতলীতে ভুয়া এতিম খানায় ৬ লক্ষ টাকা আত্মসাৎ!

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি।

বরগুনার তালতলী উপজেলায় কড়াইবাড়িয়া এতিম মঞ্জিল বালিকা শিশু সদন নামে একটি ভুয়া এতিম খানা দেখিয়ে ৬ লক্ষ টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতিম খানার সাধারণ সম্পাদক মাওলানা মাহবুব আলম মোঃ নাসির উদ্দিন এ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ স্থানীয়দের। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী এতিমের টাকা আত্মসাৎকারী সাধারণ সম্পাদক মাওলানা নাসির উদ্দিনের বিরুদ্ধে বিচার দাবী করেছেন।
জানাগেছে, তালতলী উপজেলার কড়াইবাড়িয়া এতিম মঞ্জিল বালিকা শিশু সদন নামে একটি ভুয়া এতিম খানা দেখিয়ে ২০১০ সালে আমতলী সমাজসেবা অধিদপ্তরে আবেদন করেন এতিম খানার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ নাসির উদ্দিন। ওই এতিম খানার নামে পাঁচজন এতিমের নাম অর্ন্তভুক্ত হয়। প্রতিমাসে এক হাজার টাকা করে পাঁচ জনের নামে মোট পাঁচ হাজার টাকা বরাদ্দ হয়। কিন্তু ওই নামে কড়াইবাড়িয়া এতিম মঞ্জিল বালিকা দাখিল মাদ্রাসা সংলগ্ন কোন এতিম খানা নেই। বিগত ১০ বছর ধরে ওই এতিম খানার নামে প্রায় ছয় লক্ষা টাকা উত্তোলন করেছেন এতিম খানার সাধারণ সম্পাদক মাওলানা নাসির উদ্দিন।
এলাকাবাসীর অভিযোগ কড়াইবাড়িয়া এতিম মঞ্জিল বালিকা মাদ্রাসার সুপার মাওলানা মোঃ নাশির উদ্দিন ভুয়া এতিম খানা দেখিয়ে টাকা আত্মসাৎ করেছেন।  ভুয়া এতিম খানা দেখিয়ে টাকা আত্মসাৎকারীর বিচার দাবী করছেন এলাকাবাসী। এ  ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তালতলী উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে জানাগেছে, কড়াইবাড়িয়া এতিম মঞ্জিল বালিকা শিশু সদন নামে একটি এতিম খানা রয়েছে। ওই এতিম খানার নামে পাঁচজন এতিমের নাম অন্তর্ভক্ত আছে। এক হাজার টাকা করে পাঁচজন এতিমের নামে প্রতিমাসে পাঁচ হাজার টাকা বরাদ্দ হয়। ২০১০ সাল থেকে ওই এতিম খানার নামের বরাদ্দকৃত টাকা এতিম খানার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ নাশির উদ্দিন উত্তোলন করে নিয়ে গেছেন। ২০১৮-১৯ অর্থ বছরের প্রথম কিস্তির টাকা জুন মাসে উত্তোলন করেছেন তিনি।
শনিবার সরেজমিনে ওই এতিম খানা এলাকায় ঘুরে দেখা গেছে, কড়াইবাড়িয়া এতিম মঞ্জিল বালিকা শিশু সদন নামে কোন এতিম খানার অতিত্ব নেই। স্থানীয়রা কেউ ওই নামে এতিম খানা আছে এমন তথ্য জানেন না।
স্থানীয় আবুল হাসেম হাওলাদার, নুর আলম, সাইফুল্লাহ ও রুবেল হোসেন বলেন, এই এলাকার কোন এতিম খানা নেই। এখন শুনছি মাওলানা নাশির উদ্দিন এলাকার নামে ভুয়া এতিম খানা করে টাকা আত্মসাৎ করেছেন। ভুয়া এতিম খানার নামে টাকা আত্মসাৎকারী মাওলানার নাশির উদ্দিনের বিচার দাবী করছি।
স্থানীয় ব্যবসায়ী সাইদুর রহমান, মামুন ফরাজী ও শামিম মিয়া বলেন, এখানে  কোন এতিম খানা নেই। এখন শুনছি গত ১০ বছর পূর্বে একটি এতিম খানা প্রতিষ্ঠা করে নাশির উদ্দিন টাকা  আত্মসাৎ করেছেন। এতিমের টাকা আত্মসাৎকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানাই।
কড়াইবাড়িয়া এতিম মঞ্জিল বালিকা মাদ্রাসার জমিদাতা চানবরু বিবির  ছেলে মোঃ ইউসুফ আকন বলেন, ১০ বছর পূর্বে মাদ্রাসার নামানুসারে একটি এতিমখানা করা হয়েছে বলে এখন শুনছি। ওই সময় থেকেই পাচ জনের নামে টাকা উত্তোলন করে নাশির উদ্দিন আত্মসাৎ করেছেন। তদন্ত সাপেক্ষে টাকা আত্মসাৎকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের কাছে দাবী জানাই।
কড়াইবাড়িয়া এতিম মঞ্জিল বালিকা শিশু সদনের সাধারণ সম্পাদক মাওলানা নাশির উদ্দিন ভুয়া এতিম খানার অভিযোগ অস্বীকার করে বলেন,যথা নিয়মে এতিম খানা চলছে। বরাদ্দকৃত টাকা এতিমের পিছনে ব্যয় করা হয়।
তালতলী সমাজসেবা অফিসার মোঃ সফিকুল আলম বলেন, ওই এতিম খানার নামে আমার কাছে একটি অভিযোগ এসেছে। তদন্ত সাপেক্ষে ওই এতিম খানার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন,এতিম খানা খুঁজে না পেলে এতিম খানার সাধারণ সম্পাদক মাওলানা নাশির উদ্দিনসহ সংশ্লিষ্ঠদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য সুপারিশ করা হবে।
তালতলী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সেলিম মিঞা বলেন, খোজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫৯:০৫ ● ৩৯৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ