নদী ভাঙন রোধকল্পে শেখ হাসিনার নেতৃত্বে কাজ করছে সরকার-এমপি শাহে আলম

প্রথম পাতা » বরিশাল » নদী ভাঙন রোধকল্পে শেখ হাসিনার নেতৃত্বে কাজ করছে সরকার-এমপি শাহে আলম
বৃহস্পতিবার ● ১২ মার্চ ২০২০


নদী ভাঙন রোধকল্পে শেখ হাসিনার নেতৃত্বে কাজ করছে সরকার-এমপি শাহে আলম

বানারীপাড়া (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি সকল নদীর ভাঙন রোধকল্পে কাজ করে যাচ্ছে সরকার।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টায় বানারীপাড়ায় সন্ধ্যা নদীর পশ্চিমপারের ফেরীঘাট এলাকায় ভাঙন রোধকল্পে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে জিইও ব্যাগ ফেলার উদ্ধোধন কালে প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং বরিশাল-২ আসনের এমপি মো.শাহে আলম এ কথা বলেন।
এমপি শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে দেশের সকল নদীর ভাঙন রোধকল্পে কাজ করেছে যাচ্ছেন। এরই ধরাবাহিকতায় পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে তারা জিইও ব্যাগ ফেলে বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙন রোধের চেষ্টা করছেন। এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রেখে তারা সকল নদীর ভাঙন রোধকল্পে কাজ শুরু করেছেন। এক্ষেত্রে তারা নদী ভাঙন কবলিত এলাকার প্রয়োজন অনুযায়ী ব্লক ফেলার পাশাপাশি জিইও ব্যাগ দিয়ে ভাঙন রোধ করার চেষ্টা করছেন। তিনি বলেন, নদী ভাঙনে এর আগে অনেক পরীবার সর্বস্ব হারিয়ে নিস্বঃ হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তাদেরকে পূর্নবাসন করার পাশাপাশি সর্বাত্মক সাহায্য-সহযোগীতা করে আসছেন। এক্ষেত্রে অসহায় পরীবারকে আশ্রায়ন প্রকল্পের মাধ্যমে পূর্নবাসন করার পাশাপাশি তাদের আর্থিক স্বচ্ছলতা প্রদানের লক্ষে ভিজিডি, ভিজিএফ, বয়স্ক ও বিধবা ভাতা চালু করা হয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান নরুল হুদা তালুকদার, থানার অফিসার ইনচার্জ শিশির কুমার পাল, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, ইউপি চেয়ারম্যান মাইনুল হাসান মহম্মদ, সাবেক ইউপি চেয়ারম্যান মো.মামুন উর রশিদ স্বপন তালুকদার, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়র মাহাবুব আলম, বাবু তালুকদার, রিয়াজ তালুকদার, যুবলীগ নেতা মহসিন রেজা প্রমূখ।

জিএমআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:০৫:১৫ ● ৩১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ