রোহিঙ্গাদের ফেরাতে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান মালয়েশিয়ার রাষ্ট্রদূতের

প্রথম পাতা » সর্বশেষ » রোহিঙ্গাদের ফেরাতে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান মালয়েশিয়ার রাষ্ট্রদূতের
শুক্রবার ● ১ ফেব্রুয়ারী ২০১৯


ফাইল ছবি
সাগরকন্যা ডেস্ক ॥
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে মিয়ানমারের নির্যাতিত এই জনগোষ্ঠীকে নিজ ভূমিতে ফেরানোর পরিবেশ তৈরির কার্যক্রম জোরদার করতে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত নুর আশিকিন মোহাম্মদ তাইব। একইসঙ্গে রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছা প্রত্যাবাসন সফলে মালয়েশিয়া সরকার সর্বাত্মক চেষ্টা করবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

শুক্রবার দুপুরে কক্সবাজারের উখিয়ার জামতলীর ১৫নং ক্যাম্পে ‘মার্সি মালয়েশিয়া’র সহায়তায় ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের ফিল্ড হাসপাতাল উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করে মালয়েশিয়ার রাষ্ট্রদূত বলেন, কিন্তু শেষপর্যন্ত রোহিঙ্গাদের তাদের নিজ ভূমিতে ফিরতে হবে।

তিনি আরও বলেন, ২০১৭ সালের ২৫ আগস্টের পর রোহিঙ্গারা যখন বাংলাদেশে পালিয়ে এসে ছড়িয়ে-ছিটিয়ে আশ্রয় নিয়েছিল, তখন রোহিঙ্গাদের অবস্থা ছিল অত্যন্ত নাজুক। তাদের শারীরিক অবস্থার চরম অবনতি উত্তরণে এগিয়ে আসে মালয়েশিয়া সরকারের চিকিৎসক প্রতিনিধি দল। মালয়েশিয়া সরকার রোহিঙ্গাদের জন্য সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক কাজী কামরুজ্জামান বলেন, রোহিঙ্গা সংকটের শুরু থেকে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। শুরুর দিকে হাকিমপাড়ায় একটি ফিল্ড হাসপাতাল করা হয়। এখন জামতলীতে দ্বিতীয় হাসপাতাল স্থাপন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা, প্রকল্প ও গবেষণা বিভাগীয় প্রধান ডা. ওমর শরীফ ইবনে হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

এফএন/কেএস

বাংলাদেশ সময়: ১৬:৫৮:৫৭ ● ৪৭৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ