‘ওরা যদি অধম হয় তবে আমরা উত্তম হব না কেন।” - আবুল হাসানাত আবদুল্লহি এমপি

প্রথম পাতা » বরিশাল » ‘ওরা যদি অধম হয় তবে আমরা উত্তম হব না কেন।” - আবুল হাসানাত আবদুল্লহি এমপি
শনিবার ● ৩০ নভেম্বর ২০১৯


‘ওরা যদি অধম হয় তবে আমরা উত্তম হব না কেন।” - আবুল হাসানাত আবদুল্লহি এমপি

আগৈলঝাড়া (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের আগৈলঝাড়ায় শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।
সম্মেলনে প্রথম অধিবেশনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটনের সঞ্চালনায় প্রধান অতিথি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি বলেন- “ওরা যদি অধম হয় তবে আমরা উত্তম হবোনা কেন। ওই জামায়াত বিএনপি জোট ২১ বছরে আওয়ামী লীগের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। ওরা দেশে হত্যা ও সন্ত্রাসের রামরাজত্ব কায়েম করেছিল। যারই ধারাবাহিকতায় দেশের সকল আদালতে একযোগে সিরিজ বোমা হামলা চালিয়েছিল। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে ওদের কাউকে বাড়ির বাইরেও ঘুমাতে হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বহির্বিশ্বে উন্নয়নের রোলমডেল। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রীর নির্দেশে নব্য এবং ভুঁইফোড় আওয়ামী লীগারদের বিতাড়িত করে দলের দু:সময়ের ত্যাগী ও পরিচ্ছন্ন কর্মীদের মাধ্যমে আওয়ামী লীগের কমিটি গঠনে মাধ্যমে সরকারের চলমান উন্নয়ন কাজের ধারাবাহিকতায় বাংলাদেশ অতি দ্রুত উন্নত রাষ্ট্রে পরিণত হবে। জঙ্গীবাদ ও আগুন সন্ত্রাসীরা যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে ব্যাপারে আওয়ামী লীগ নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রেখে হাইব্রিড মুক্ত আওয়ামী লীগের কমিটি গঠন করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক এমপি এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। এসময় আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, জেলা ও মহানগর এবং বিভিন্ন উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ জনপ্রতিনিধিবৃন্দ। বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস প্রথম অধিবেশন শেষে আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপির সভাপতিত্বে সম্মেলনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাবেক সভাপতি সুনীল কুমার বাড়ৈ সভাপতি ও আবু সালেহ মো. লিটন পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন।


এএলএস/এমআর

বাংলাদেশ সময়: ৮:১০:০২ ● ৪৬৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ