কলাপাড়ায় ১৫৩ আশ্রয় কেন্দ্র প্রস্তুত

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » কলাপাড়ায় ১৫৩ আশ্রয় কেন্দ্র প্রস্তুত
শনিবার ● ৯ নভেম্বর ২০১৯


কলাপাড়ায় ১৫৩ আশ্রয় কেন্দ্র প্রস্তুত

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

ঘুর্ণিঝড় বুলবুলের প্রভাবে ভয়াবহ ক্ষয়ক্ষতি এড়াতে কলাপাড়ায় ১২টি ইউনিয়ন ও দুইটি পৌরসভার ১৫৩টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। উপজেলা প্রশাসন সকল আশ্রয় কেন্দ্রের চাবিসহ তাৎক্ষণিক লোকজন যেন আশ্রয় নিতে পারেন এ জন্য প্রস্তুতি রাখা হয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান।
এদিকে দক্ষিণাঞ্চলের শত বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব কুয়াকাটায় আগামি ১১ নবেম্বর শুরু হওয়ার কথা। ইতোমধ্যে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। ঘুর্ণিঝড় বুলবুলের প্রভাবে এ বছর রাসউৎসব ও সাগরে পূণ্যস্নান নিয়ে উদ্বিগ্ন হয়ে আছেন আয়োজকরা। কলাপাড়া পৌরশহরের মদন মোহন সেবাশ্রমে ১৯২৩ সাল থেকে শুরু হওয়া রাস উৎসবকে ঘিরে রয়েছে পাঁচদিনের আয়োজন, তা নিয়ে চিন্তিত আয়োজকরা। জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীরাও ঘুর্ণিঝড়ের কারণে বিপাকে পড়েছেন। কুয়াকাটায় বেড়িবাঁধের বাইরের আবাসিক হোটেলগুলোতে অবস্থান নেয়া পর্যটকের নিরাপত্তা নিয়ে শঙ্কিত রয়েছে সচেতনমহল।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১৪:০০:৩৬ ● ৫৮২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ