নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে ভোলা-৪ আসনের বিএনপি প্রার্থীকে জরিমানা

হোম পেজ » ভোলা » নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে ভোলা-৪ আসনের বিএনপি প্রার্থীকে জরিমানা
বৃহস্পতিবার ● ২৯ জানুয়ারী ২০২৬


 

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে ভোলা-৪ আসনের বিএনপি প্রার্থীকে জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম নয়নকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

বুধবার রাত সাড়ে ১০টার দিকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনাকালে এ জরিমানা আদায় করা হয়।

 

চরফ্যাশন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এমদাদুল হোসেন জানান, চরফ্যাশন বাজারের শরীফপাড়া এলাকায় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে একটি যানবাহনে (পিকআপ) ফ্রেমযুক্ত রঙিন ব্যানার ও ফেস্টুন সজ্জিত করে এবং প্রচারযন্ত্র ব্যবহার করে প্রচারণার সময় নুরুল ইসলাম নয়নকে আচরণবিধি লঙ্ঘনরত অবস্থায় পাওয়া যায়।

 

তিনি আরও জানান, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা-২০২৫ এর বিধি ৭(খ) ও ৭(গ) লঙ্ঘন করায় বিধি ২৭(ক) অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে নুরুল ইসলাম নয়নকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং সংশ্লিষ্ট যানবাহন থেকে সব প্রচারসামগ্রী অপসারণ করা হয়।

 

এ সময় উপস্থিত কর্মী ও সমর্থকদের নির্বাচনী আচরণবিধি সম্পর্কে সচেতন করা হয়েছে বলেও সূত্র জানিয়েছে। চরফ্যাশন বারের অ্যাডভোকেট হযরত আলী হিরন (প্রার্থীর সমর্থক ও কর্মী) জরিমানার অর্থ পরিশোধ করেন। তিনি বলেন, ঘটনাটি প্রার্থীর অগোচরে ঘটেছে এবং এজন্য দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণা চালানোর অনুরোধ জানান।

বাংলাদেশ সময়: ২১:৩৭:৫৬ ● ৪০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ