ভারত আবার আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে চায়: আলতাফ হোসেন চৌধুরী

হোম পেজ » লিড নিউজ » ভারত আবার আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে চায়: আলতাফ হোসেন চৌধুরী
বৃহস্পতিবার ● ২৯ জানুয়ারী ২০২৬


 

ভারত আবার আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে চায়: আলতাফ হোসেন চৌধুরী

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, নির্বাচনকে বানচাল করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। তিনি দাবি করেন, ভারত আবার আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে চায় এবং যারা নির্বাচন করতে চায়, তারা দেশের বাইরে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। তবে এসব ষড়যন্ত্র করে কেউ সফল হতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল চারটায় মির্জাগঞ্জ উপজেলার দেউলী সুবিদখালী, কাকড়াবুনিয়া ও মজিদবাড়িয়া- এই তিন ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত পৃথক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনী আচরণবিধি মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সকল ভোটারকে কেন্দ্রে উপস্থিত করতে সতর্ক ও সক্রিয় থাকতে হবে।

আলতাফ হোসেন চৌধুরী আরও বলেন, মরহুম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির প্রার্থীদের একাধিক জরিপের মাধ্যমে মনোনয়ন দিয়েছেন। ভোটারদের সমর্থন পেতে বাড়ি বাড়ি গিয়ে সুন্দরভাবে ভোট চাইতে হবে এবং কোনোভাবেই চাঁদাবাজ বা দখলবাজদের দিয়ে ভোট চাইতে দেওয়া যাবে না।

কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত জনসভায় উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম ফরাজীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি ও রেডক্রিসেন্ট সোসাইটির পরিচালক মো. জাফর ইমাম সিকদার, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সাহাবুদ্দিন নান্নু, সাবেক উপজেলা বিএনপির সভাপতি মো. আশ্রাফ আলী হাওলাদারসহ স্থানীয় ও উপজেলা বিএনপির নেতারা।

উল্লেখ্য, পটুয়াখালী-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী আলতাফ হোসেন চৌধুরীর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট মনোনীত এবি পার্টির প্রার্থী ডা. মোহাম্মদ আব্দুল ওহাব মিনারকে। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ফিরোজ আলম, জাসদের গৌতম চন্দ্র শীল, জাতীয় পার্টির আ. মন্নান হাওলাদার এবং গণঅধিকার পরিষদের মো. শহিদুল ইসলাম ফাহিম প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

 

বাংলাদেশ সময়: ২১:৪৯:৫০ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ