ভোলা-৪ আসনে ম্যাসেঞ্জারে জামায়াত প্রার্থীকে প্রাণনাশের হুমকির অভিযোগ

হোম পেজ » ভোলা » ভোলা-৪ আসনে ম্যাসেঞ্জারে জামায়াত প্রার্থীকে প্রাণনাশের হুমকির অভিযোগ
মঙ্গলবার ● ২৭ জানুয়ারী ২০২৬


 

ভোলা-৪ আসনে ম্যাসেঞ্জারে জামায়াত প্রার্থীকে প্রাণনাশের হুমকির অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনে জামায়াত মনোনীত ও ইসলামী সমমনা ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালকে ম্যাসেঞ্জারে ভয়েস এসএমএস পাঠিয়ে প্রাণনাশের হুমকি ও অশালীন ভাষায় গালমন্দ করার অভিযোগ উঠেছে। এ হুমকি দেওয়া হয়েছে একটি অজ্ঞাত ফেসবুক আইডি থেকে।

 

এ ঘটনায় ভোলা-৪ আসনের জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালের পক্ষে চরফ্যাশন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এনামুল হক রায়হান মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. লোকমান হোসেনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

 

অভিযোগ সূত্রে জানা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে অধ্যক্ষ মোস্তফা কামাল নির্বাচনী মাঠে নিয়মিত গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ সময় ‘ইসলামী শ্রমিক আন্দোলন ওমরপুর শাখা’ নামের একটি অজ্ঞাত ফেসবুক পেজ থেকে ধারাবাহিকভাবে তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য, অপপ্রচার ও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। গত ২৬ জানুয়ারি ওই পেজ থেকে প্রকাশিত একটি লাইভ ভিডিওতেও তাকে উদ্দেশ করে ভীতিকর ও উসকানিমূলক বক্তব্য দেওয়া হয় বলে উল্লেখ করা হয়।

 

এছাড়া অধ্যক্ষ মোস্তফা কামালের ব্যক্তিগত ম্যাসেঞ্জারে ভয়েস এসএমএসের মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে বলা হয়। এতে তার নির্বাচনী প্রচারণা ব্যাহত হচ্ছে এবং ব্যক্তিগত নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে দাবি করে সংশ্লিষ্ট ফেসবুক পেজের অ্যাডমিনদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

 

এ বিষয়ে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২৬, ভোলা-৪ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. লোকমান হোসেন সাংবাদিকদের বলেন, জামায়াত প্রার্থীর পক্ষে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। নির্বাচন অনুসন্ধান টিম তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

বাংলাদেশ সময়: ২১:৪৫:৫৯ ● ২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ