গৌরনদীতে ব্যবসায়ীর রহস্যজনক মরদেহ উদ্ধার

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে ব্যবসায়ীর রহস্যজনক মরদেহ উদ্ধার
শুক্রবার ● ২৩ জানুয়ারী ২০২৬


 

গৌরনদীতে ব্যবসায়ীর রহস্যজনক মরদেহ উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল) 

ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ্ববর্তী গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন একটি চাতালের সামনে থেকে নাসির উদ্দিন হাওলাদার (৫৫) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে স্থানীয়দের খবরের ভিত্তিতে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহত নাসির উদ্দিন বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের কাশিপুর এলাকার শাহপরান সড়কের বাসিন্দা ও বশির উদ্দিন হাওলাদারের ছেলে। তিনি পেশায় ট্রান্সপোর্ট ব্যবসায়ী ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে পরিবারের সদস্যদের, পরে তারা হাসপাতালে এসে মরদেহ শনাক্ত করেন। স্বজনদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল চারটার দিকে নাসির উদ্দিন বাসা থেকে বের হলেও কী কারণে তিনি গৌরনদীতে এসেছিলেন, তা তারা জানাতে পারেননি।

 

গৌরনদী উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মুনীম জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। পরবর্তীতে মরদেহ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল সাগরকন্যাকে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং পুরো ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১১:৫৫:২৫ ● ৮৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ