বরিশাল-১ আসনে বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপনের নির্বাচনী প্রচারণা শুরু

হোম পেজ » বরিশাল » বরিশাল-১ আসনে বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপনের নির্বাচনী প্রচারণা শুরু
শুক্রবার ● ২৩ জানুয়ারী ২০২৬


 

বরিশাল-১ আসনে বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপনের নির্বাচনী প্রচারণা শুরু

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন শুক্রবার সকাল ১১টায় গৌরনদী বাসস্ট্যান্ড থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। গৌরনদী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় গণসংযোগের মাধ্যমে তিনি প্রচারণার সূচনা করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।

 

এ সময় জহির উদ্দিন স্বপন বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি তুলে ধরেন। পরে তিনি আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগে অংশ নেন। পথসভায় তিনি বলেন, দেশ বর্তমানে গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে; জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা ও গণতন্ত্র পুনরুদ্ধার করাই বিএনপির মূল লক্ষ্য। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন ও নির্বাচনী মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।

 

তিনি আরও বলেন, গৌরনদী ও আগৈলঝাড়ার উন্নয়নবঞ্চিত মানুষের অধিকার আদায়ে তিনি অতীতেও সোচ্চার ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। নির্বাচিত হলে এই অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ খাতে অগ্রাধিকারভিত্তিতে কাজ করার অঙ্গীকার করেন। এ সময় গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রচারণাকালে এলাকায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

বাংলাদেশ সময়: ১২:০৯:৫১ ● ৩৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ