
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি), বরগুনা সদর উপজেলার উদ্যোগে শনিবার দিনব্যাপী স্বেচ্ছাসেবক পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত বরগুনা সুরঞ্জনা ইকো ট্যুরিজম অ্যান্ড রিসোর্টে এ আয়োজন সম্পন্ন হয়।
জেলা টিম লিডার জাকির হোসেন মিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিপির প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিপির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তা, সাবেক ও বর্তমান টিম লিডারবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পুনর্মিলনী অনুষ্ঠানে বরগুনা সদর উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভা থেকে প্রায় এক হাজার স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। সকালে আনুষ্ঠানিক কার্যক্রমের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে মধ্যাহ্নভোজ, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজন সম্পন্ন হয়। শেষ পর্বে কৃতী স্বেচ্ছাসেবকদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগপ্রবণ উপকূলীয় অঞ্চলে সিপিপির স্বেচ্ছাসেবকরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জানমাল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁদের নিরলস পরিশ্রম ও ত্যাগের ফলেই দুর্যোগকালে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ সাইদুর রহমান বলেন, স্বেচ্ছাসেবকরাই সিপিপির মূল শক্তি। তাঁদের ঐক্য, প্রশিক্ষণ ও মানবিক মানসিকতার কারণেই দুর্যোগকালে দ্রুত মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হয়। ভবিষ্যতে সিপিপিকে আরও শক্তিশালী ও কার্যকর করতে স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
দিনব্যাপী আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক পুনর্মিলনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাডভোকেট সোহেল হাফিজ ও অধ্যক্ষ এবিএম বশির উদ্দিন।