মির্জাগঞ্জে অক্সফোর্ড জুনিয়র উচ্চ বিদ্যালয়ের কার্যক্রম উদ্বোধন

হোম পেজ » পটুয়াখালী » মির্জাগঞ্জে অক্সফোর্ড জুনিয়র উচ্চ বিদ্যালয়ের কার্যক্রম উদ্বোধন
শনিবার ● ১০ জানুয়ারী ২০২৬


 

মির্জাগঞ্জে অক্সফোর্ড জুনিয়র উচ্চ বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের কার্যক্রম উদ্বোধন

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

পটুয়াখালীর মির্জাগঞ্জে দেউলি অক্সফোর্ড জুনিয়র উচ্চ বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের শ্রেণি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়া ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন। অক্সফোর্ড কেজি ও অক্সফোর্ড জুনিয়র স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে এবং তুষখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং মির্জাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাকসুদ আহমেদ বায়েজিদ। এছাড়া দেউলী পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন খান, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব খন্দকার ওয়াহিদুল ইসলাম শাকির, মো. মিজানুর রহমান খান এবং দেউলী শহীদ আব্দুল জব্বার মেমোরিয়াল কলেজের প্রতিষ্ঠাতা মো. সৈয়দ আহমেদ ফোরকানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উভয় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৩৫:১৩ ● ৫৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ