সর্বশেষ
কলাপাড়ায় মুয়াজ্জিনের জীবিকার একমাত্র সম্বল দখলের অভিযোগ বেগম খালেদা জিয়াকে ছাড়া বাংলাদেশের উন্নয়ন ও ইতিহাস লেখা সম্ভব নয়: এবিএম মোশাররফ কলাপাড়ায় ৫৪তম শীতকালীন স্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ নাজিরপুরবাসী খড় ও কাঠ জ্বালিয়ে সামলাচ্ছেন কঠিন ঠান্ডা গৌরনদী থেকে কুয়াকাটায় থাকা সেই গৃহবধূ হত্যার দায় স্বীকার করল স্বামী তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহণের দাবি গৌরনদীতে গুচ্ছগ্রামে সন্ত্রাস-নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন গৌরনদী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা পাঁচ প্রার্থীর হলফনামা বরগুনা-১ আসনে অর্থে শীর্ষে নজরুল, শিক্ষায় তলানিতে

গৌরনদীতে হাড়কাঁপানো শীত, সন্ধ্যা নামতেই বন্ধ দোকানপাট

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে হাড়কাঁপানো শীত, সন্ধ্যা নামতেই বন্ধ দোকানপাট
সোমবার ● ৫ জানুয়ারী ২০২৬


 

শীত নিবারণে খড় ও কাঠ জ্বালিয়ে আগুন পোহাতে দেখা যায় ব্যবসায়ীদের।

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

সারাদেশের মতো বরিশালের গৌরনদী উপজেলাতেও দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। হিমেল বাতাস ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন; জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে পারছেন না অনেক মানুষ। সোমবার (৫ জানুয়ারি) সকাল গড়িয়ে দুপুর হলেও সূর্যের দেখা মেলেনি, যা শীতের অনুভূতিকে আরও তীব্র করে তোলে। সন্ধ্যা নামতেই বন্ধ হয়ে যায় দোকানপাট।

গৌরনদী উপজেলার টরকী বন্দর, বাসস্ট্যান্ড ও সদর রোড এলাকায় আজ সোমবার সন্ধ্যা ছয়টার দিকে শীত নিবারণে খড় ও কাঠ জ্বালিয়ে আগুন পোহাতে দেখা যায় ব্যবসায়ীদের। টরকী বন্দরের ব্যবসায়ী রাকিব হোসেন সাগরকন্যাকে বলেন, শীতের কারণে দোকানে বসে থাকা কঠিন হয়ে পড়েছে; বাধ্য হয়েই আগুন জ্বালাতে হচ্ছে। এদিকে টরকী বন্দরে খান ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মো. রুহুল আমিন জানান, কয়েকদিন ধরে সন্ধ্যা নামলেই রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে।

স্থানীয়দের মতে, শীতের তীব্রতা অব্যাহত থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। তারা ধনবানদের সহায়তায় শীত নিবারণে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯:৩২:৪৮ ● ৫৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ