ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিরোজপুর-২ আসনে বৈধ ৫, বাতিল ২ প্রার্থীর মনোনয়ন

হোম পেজ » পিরোজপুর » ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিরোজপুর-২ আসনে বৈধ ৫, বাতিল ২ প্রার্থীর মনোনয়ন
শনিবার ● ৩ জানুয়ারী ২০২৬


 

পিরোজপুর-২ আসনে বৈধ ৫, বাতিল ২

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন-১২৮, পিরোজপুর-২ আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মোট ৭ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বৈধ এবং ২ জনের মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল ঘোষণা করা হয়েছে।

শনিবার পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ এ ঘোষণা দেন। বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর শামীম সাঈদী, বিএনপির আহমেদ সোহেল মঞ্জুর সুমন, এবিপির ফয়সল খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল কালাম আজাদ এবং জাতীয় পার্টি (জেপি)-এর মহিবুল হাসান।

অপরদিকে স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। বাংলাদেশ ব্যাংকের সিআইবিআই (CIB) প্রতিবেদনে তিনি এবি ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকের ঋণ খেলাপি হিসেবে প্রমাণিত হন। আরেক স্বতন্ত্র প্রার্থী মো. মোস্তাফিজুর রহমানের ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের সমর্থনে জমা দেওয়া ১০ জন ভোটারের মধ্যে ৪ জনের স্বাক্ষর সঠিক না পাওয়ায় তার মনোনয়নপত্রও প্রাথমিকভাবে বাতিল ঘোষণা করা হয়।

রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে এবং বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন।

বাংলাদেশ সময়: ২০:৩৮:৩১ ● ৬৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ