৫টি বাতিল, ২৭টি বৈধ ঘোষণা বাগেরহাটে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন

হোম পেজ » খুলনা » ৫টি বাতিল, ২৭টি বৈধ ঘোষণা বাগেরহাটে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন
শনিবার ● ৩ জানুয়ারী ২০২৬


 

৫টি বাতিল, ২৭টি বৈধ ঘোষণা, বাগেরহাটে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাগেরহাটের চারটি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মো. বাতেন প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে দাখিলকৃত ৩২টি মনোনয়নপত্র যাচাই শেষে ৫টি বাতিল এবং ২৭টি বৈধ ঘোষণা করেন।

বাতিল হওয়া মনোনয়নপত্রগুলোর মধ্যে বাগেরহাট-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র মিলিয়ে ৩টি, বাগেরহাট-২ আসনে এলডিপির ১টি এবং বাগেরহাট-৪ আসনে স্বতন্ত্র ১টি রয়েছে।

বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে বিএনপির ডা. লায়ন শেখ ফরিদুল ইসলাম, জামায়াতের মোহাম্মদ আব্দুল ওয়াদুদ শেখ, ইসলামী আন্দোলনের শেখ জিল্লুর রহমান, এনসিপির মো. রহমাতুল্লাহ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি-রব)-এর মো. হাবিবুর রহমান এবং চারজন স্বতন্ত্রসহ মোট ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

এছাড়া সাবেক সংসদ সদস্য ও বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ এইচ সেলিম বাগেরহাট-১, ২ ও ৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলে তিনটি আসনেই তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। ফলে বাগেরহাট-২ আসনে জেলা বিএনপির সাবেক দুই সভাপতি- আপন দুই ভাই এম এ এইচ সেলিম ও এম এ সালাম- স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে আইনগত কোনো বাধা থাকল না।

বাংলাদেশ সময়: ১৫:১৬:১২ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ