বাবুগঞ্জে চার অবৈধ ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা

হোম পেজ » বরিশাল » বাবুগঞ্জে চার অবৈধ ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা
বৃহস্পতিবার ● ১ জানুয়ারী ২০২৬


 

বাবুগঞ্জে চার অবৈধ ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)

বরিশালের বাবুগঞ্জে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে চারটি ইটভাটাকে মোট ১৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর থেকে বেলা ৩টা পর্যন্ত উপজেলার দোয়ারিকা এলাকায় পরিচালিত অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিনের নেতৃত্বে এ জরিমানা আদায় করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দীন, জেলা পুলিশ, ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অংশ নেন। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের পরিদর্শক মো. তারেক আজিজ।

অভিযানে মেসার্স তাজ ব্রিকসের মালিক মো. আজাদ রহমান সাগকে ৪ লাখ টাকা, মেসার্স এশিয়া ব্রিকসের মালিক মো. ইশরাত হোসেনকে ২ লাখ ৫০ হাজার টাকা, মেসার্স আকন ব্রিকসের মালিক মো. মিল্টন হাওলাদারকে ৫ লাখ টাকা এবং মেসার্স ইসলাম ব্রিকসের মালিক মো. রুহুল আমিন লিটনকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে তাৎক্ষণিকভাবে এ জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট ইটভাটাগুলোকে এক সপ্তাহের মধ্যে অবৈধ করাতকল অপসারণ ও কাঠ পোড়ানো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে এবং কাঁচা ইট ধ্বংসসহ ইটভাটার কিলন ভেঙে দেওয়া হয়। পরিবেশ সুরক্ষায় অবৈধ ও দূষণকারী ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮:৪৩:০৮ ● ৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ