খালেদা জিয়ার মৃত্যু ইন্দুরকানীতে শোক, বন্ধ ছিল ব্যবসাপ্রতিষ্ঠান

হোম পেজ » পিরোজপুর » খালেদা জিয়ার মৃত্যু ইন্দুরকানীতে শোক, বন্ধ ছিল ব্যবসাপ্রতিষ্ঠান
বৃহস্পতিবার ● ১ জানুয়ারী ২০২৬


 

ইন্দুরকানীতে শোক, বন্ধ ছিল ব্যবসাপ্রতিষ্ঠান

সাগরকন্যা প্রতিবেদক, ইন্দুরকানী (পিরোজপুর)

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলাজুড়ে নেমে এসেছে গভীর শোক। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল থেকে দিনভর উপজেলার সকল ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।

ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট, পত্তাশী, ঘোষেরহাট বাজারসহ গুরুত্বপূর্ণ হাট-বাজারে দোকানপাট বন্ধ থাকতে দেখা গেছে। অনেক মার্কেটের প্রধান ফটকে তালা ঝুলানো হয়। ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে কালো পতাকা ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

ইন্দুরকানী বাজার ব্যবস্থাপনা কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ শাহিদুল ইসলাম জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশের অংশ হিসেবে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে ব্যবসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, দিনভর সকল বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। শাহিদুল ইসলাম আরও উল্লেখ করেন, ২০০২ সালের ২১ এপ্রিল বেগম খালেদা জিয়া ইন্দুরকানী উপজেলায় উপস্থিত থেকে তৎকালীন জিয়ানগর উপজেলাকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে ঘোষণা করেন। পরবর্তী সরকারের আমলে উপজেলার নাম ইন্দুরকানী রাখা হয়।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা, সম্মান ও শ্রদ্ধা জানাতে ইন্দুরকানীর সর্বস্তরের মানুষের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ১৮:৫৪:৫৭ ● ২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ