দল থেকে আজ বহিষ্কার আগেই পদত্যাগপত্র জমা দিয়েছেন হাসান মামুন

হোম পেজ » লিড নিউজ » দল থেকে আজ বহিষ্কার আগেই পদত্যাগপত্র জমা দিয়েছেন হাসান মামুন
মঙ্গলবার ● ৩০ ডিসেম্বর ২০২৫


দল থেকে আজ বহিষ্কার, আগেই পদত্যাগপত্র জমা দিয়েছেন হাসান মামুনসাগরকন্যা প্রতিবেদন, দশমিনা (পটুয়াখালী)

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার পর বিএনপি নেতা হাসান মামুন দল থেকে বহিষ্কারের আগেই পদত্যাগপত্র জমা দিয়েছেন।

দলীয় সূত্রে জানা যায়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন চলতি মাসের ২৮ তারিখ স্বেচ্ছায় দলের পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি চেয়ে লিখিত পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রটি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বরাবর পাঠানো হয়। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ব্যক্তিগত ও রাজনৈতিক বাস্তবতার কারণে জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদসহ দলের সব দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান এবং তা অবিলম্বে কার্যকর করার অনুরোধ জানান।

তারপরও দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি আনুষ্ঠানিকভাবে তাকে বহিষ্কারের ঘোষণা দেয়। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে হাসান মামুনকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পদত্যাগপত্র জমা দেওয়ার তথ্য প্রকাশ পাওয়ায় বহিষ্কারের বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন হাসান মামুন।

বাংলাদেশ সময়: ২১:৪৬:২২ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ