৩৭ বছর শিক্ষকতা শেষে চাঁপাইনবাবগঞ্জে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

হোম পেজ » রাজশাহী » ৩৭ বছর শিক্ষকতা শেষে চাঁপাইনবাবগঞ্জে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা
মঙ্গলবার ● ৩০ ডিসেম্বর ২০২৫


 

৩৭ বছর শিক্ষকতা শেষে  চাঁপাইনবাবগঞ্জে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের রাজ নরোত্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক তোফিকুল ইসলামকে দীর্ঘ ৩৭ বছরের শিক্ষকতা শেষে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিদ্যালয় চত্বরে সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষক-কর্মকর্তাদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরা রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র শিক্ষক শিরিন আকতার পারভিন। এতে আরও বক্তব্য রাখেন শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আমিনুল হক সোনা, প্রতিষ্ঠানের সাবেক সভাপতি আবদুল ওহাব এবং বিদায়ী প্রধান শিক্ষক তোফিকুল ইসলাম।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী প্রধান শিক্ষকের হাতে সম্মাননা ক্রেস্ট এবং উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮:১৩:৫৫ ● ৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ