
সাগরকন্যা প্রতিবেদক বাগেরহাট
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত সুন্দরবনে ডাকাত ও জলদস্যু বিরোধী অভিযানে কোস্টগার্ড ৪৯ জন দস্যুকে আটক করেছে। অভিযানে জব্দ করা হয়েছে ৩৮টি আগ্নেয়াস্ত্র, ২টি হাত বোমা, ৭৪টি দেশীয় অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জামাদি ও ৪৪৮ রাউন্ড কার্তুজ। এছাড়া ডাকাতদের কাছে জিম্মি থাকা ৫২ জন নারী ও পুরুষ উদ্ধার করা হয়েছে।
কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম সোমবার (২৯ ডিসেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি বলেন, কোস্টগার্ড দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ, বন ও মৎস্যসম্পদ সংরক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
২০২৫ সালে মাদকবিরোধী অভিযানে ৫১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। একইসাথে বন্যপ্রাণী সংরক্ষণ অভিযানে ২৯ জন হরিণ শিকারিকে আটক করা হয়েছে এবং ৬০০টি হরিণ ফাঁদ, ৮২৪ কেজি হরিণের মাংসসহ অন্যান্য বন্যপ্রাণী সামগ্রী জব্দ করা হয়েছে।
কোস্টগার্ড পশ্চিম জোন উপকূলীয় এলাকায় দুই হাজারের বেশি দুস্থ ও অসহায় মানুষকে চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ প্রদান করেছে। শীতার্তদের মধ্যে বিতরণ করা হয়েছে ৫০০-এর বেশি শীতবস্ত্র। এছাড়া জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ ও বন সংরক্ষণ, দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রম এবং মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনগণের সঙ্গে প্রশিক্ষণ ও কর্মসূচি পরিচালনা করা হয়েছে।
ক্যাপ্টেন মেসবাউল ইসলাম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কোস্টগার্ড ইতিমধ্যেই নিরাপত্তা প্রস্তুতি শুরু করেছে। নির্বাচনের সময় নিরাপত্তা নিশ্চিত করতে তারা সজাগ থাকবে এবং নির্বাচনে দায়িত্ব পালন সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, পর্যটকবাহী নৌযানসমূহে লাইফ জ্যাকেট ব্যবহার নিশ্চিত করা এবং অতিরিক্ত যাত্রী বহন রোধে নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তায় কোস্টগার্ড নৌবাহিনী, র্যাব, পুলিশ, বন বিভাগ, মৎস্য অধিদপ্তরসহ অন্যান্য সংস্থার সঙ্গে যৌথভাবে অভিযান চালাচ্ছে।
কোস্টগার্ড পশ্চিম জোনের এই কার্যক্রম দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনগণের নিরাপত্তা, বন্দর নিরাপত্তা, বন ও মৎস্য সম্পদ সংরক্ষণ এবং মানবিক সহায়তায় জনগণের আস্থা অর্জন করেছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।