চাঁপাইনবাবগঞ্জের দুটি আসনে বিএনপি প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

হোম পেজ » রাজনীতি » চাঁপাইনবাবগঞ্জের দুটি আসনে বিএনপি প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল
রবিবার ● ২৮ ডিসেম্বর ২০২৫


 

চাঁপাইনবাবগঞ্জের দুটি আসনে বিএনপি প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

সাগরকন্যা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের দুটি সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। রবিবার বিকাল ও সন্ধ্যায় নিজ নিজ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে তারা মনোনয়নপত্র জমা দেন।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি প্রার্থী মো. আমিনুল ইসলাম সন্ধ্যায় নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা গোলাম রব্বানী সরকারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। পরে সাংবাদিকদের তিনি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।

আমিনুল ইসলাম বলেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ শান্ত ও স্বাভাবিক রয়েছে। নির্বাচনকে ঘিরে কোনো ধরনের আশঙ্কা দেখছি না।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জে দলটি ঐক্যবদ্ধ রয়েছে বলেও দাবি করেন তিনি।

এর আগে বিকালে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী অধ্যাপক শহাজাহান মিঞা শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আশিক আহমেদের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। তিনিও নির্বাচনের সামগ্রিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ২১:১৫:৩১ ● ১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ