ভোরের আগুনে নিঃস্ব দিনমজুর, নেছারাবাদে পুড়ল বসতঘর

হোম পেজ » পিরোজপুর » ভোরের আগুনে নিঃস্ব দিনমজুর, নেছারাবাদে পুড়ল বসতঘর
শুক্রবার ● ২৬ ডিসেম্বর ২০২৫


 

ভোরের আগুনে নিঃস্ব দিনমজুর, নেছারাবাদে পুড়ল বসতঘর

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় এক দিনমজুরের ভাড়াটিয়া বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আগুনে ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় মালামাল ও ঘরের বেড়া আংশিকভাবে পুড়ে যায়। এতে প্রায় এক থেকে দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দিনমজুর মিন্টু মিয়া (৪৬)।

তিনি জানান, তিনি নেছারাবাদের আলহাজ্ব মো. জাকির হোসেনের মালিকানাধীন ঘরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। ভোরে হঠাৎ ঘরের ভেতর আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে চিৎকার শুরু করেন তিনি। ফায়ার সার্ভিস স্টেশন কাছাকাছি হওয়ায় তার ছেলে দ্রুত বিষয়টি ফায়ার সার্ভিসকে জানায়।

খবর পেয়ে নেছারাবাদ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ বিষয়ে নেছারাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা বলেন,

সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারটি বর্তমানে চরম দুর্ভোগে রয়েছে। তারা সরকারের কাছে আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৬:৪২ ● ৩৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ