
সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
সরকারি টানা তিন দিনের ছুটির দ্বিতীয় দিনে পর্যটকে টইটুম্বুর হয়ে উঠেছে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটা। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে পর্যটকের আগমন ঘটে সৈকতে।
সৈকতের বালিয়াড়িতে হৈ-হুল্লোড়ে মেতে উঠেছেন আগত পর্যটকরা। শীত উপেক্ষা করে অনেকেই নামছেন সমুদ্রের পানিতে সাঁতার কাটতে। কেউ কেউ আবার সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন সূর্য, সমুদ্র ও প্রকৃতির অপরূপ সৌন্দর্য। পাশাপাশি ঘোড়ার গাড়ি ও বিভিন্ন বাহনে ভ্রমণসহ নানা বিনোদনে ব্যস্ত সময় পার করছেন পর্যটকরা।
বাড়তি পর্যটকের চাপ সামাল দিতে কুয়াকাটার শতভাগ হোটেল-মোটেলে বুকিং সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গত কয়েক দিনের তুলনায় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রি দ্বিগুণ বেড়েছে বলেও জানা গেছে। আগামীকাল শনিবার পর্যন্ত পর্যটকদের এই আনাগোনা অব্যাহত থাকবে বলে আশা করছেন স্থানীয় ব্যবসায়ী ও পর্যটন সংশ্লিষ্টরা।
পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কুয়াকাটায় সতর্ক অবস্থানে রয়েছে ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ ও নৌ-পুলিশ। এ বিষয়ে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, ছুটির কারণে কুয়াকাটায় পর্যটকের সংখ্যা অনেক বেড়েছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সৈকতসহ গুরুত্বপূর্ণ স্পটে ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ ও নৌ-পুলিশের সমন্বয়ে সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা সর্বোচ্চ সতর্কতায় রয়েছি।
উল্লেখ্য, ছুটির আমেজে কুয়াকাটার পর্যটন ব্যবসায় নতুন গতি ফিরে এসেছে বলে মনে করছেন স্থানীয়রা।