পটুয়াখালী-৩ আসনে জামায়াত প্রার্থী শাহ আলমের মনোনয়নপত্র সংগ্রহ

হোম পেজ » পটুয়াখালী » পটুয়াখালী-৩ আসনে জামায়াত প্রার্থী শাহ আলমের মনোনয়নপত্র সংগ্রহ
বৃহস্পতিবার ● ২৫ ডিসেম্বর ২০২৫


 

পটুয়াখালী-৩ আসনে জামায়াত প্রার্থী শাহ আলমের মনোনয়নপত্র সংগ্রহ

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মু. শাহ আলম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বুধবার দুপুরে গলাচিপা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হোসেনের কাছ থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা বায়তুলমাল সম্পাদক নজরুল ইসলাম সোহাগ, শ্রমিক কল্যাণ ফেডারেশন পটুয়াখালী জেলার সভাপতি সাইদুর রহমান খান পাভেল, গলাচিপা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. জাকির হোসেন, সেক্রেটারি সানাউল্লাহ শামীম, দশমিনা উপজেলা আমীর মো. লুৎফর রহমান, সাবেক গলাচিপা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা ইয়াহিয়া খানসহ দলীয় ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে অধ্যাপক মু. শাহ আলম বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণের মধ্য দিয়ে দায়িত্ব আরও বেড়েছে। পাড়া-মহল্লায় সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারলে বিজয় নিশ্চিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি গলাচিপা ও দশমিনার জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।

জানা গেছে, পটুয়াখালী-৩ আসনে ইতোমধ্যে ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি আবু বকর ছিদ্দিকীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। অন্যদিকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের পক্ষেও মনোনয়নপত্র সংগ্রহ করেছে দলটির নেতারা।

এদিকে, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান মামুন প্রার্থী হতে ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ কতরেছেন। তবে বিএনপির মহাসচিবের সম্প্রতি ঘোষণায় পটুয়াখালী-৩ আসনে তাদের দলীয় প্রার্থী না দেবার ঘোষণা দিয়েই শেষ করেনি, বরং গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরকে সমর্থন দেবে দলটি- এমন ইঙ্গিত দেওয়া হয়েছে। ফলে বিভিন্ন রাজনৈতিক সমীকরণে আসনটিতে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা নতুন মাত্রা পেয়েছে।

বাংলাদেশ সময়: ৩:০২:১৬ ● ৪৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ