হাদি হত্যার বিচার দাবিতে বাবুগঞ্জে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ
হোম পেজ »
বরিশাল »
হাদি হত্যার বিচার দাবিতে বাবুগঞ্জে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ
রবিবার ● ২১ ডিসেম্বর ২০২৫

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বাবুগঞ্জে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করা হয়।
বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সবুজ আকনের নেতৃত্বে জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিল ও অবস্থান কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা। এতে প্রায় এক ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকালে ব্যানার ও ফেস্টুন হাতে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করা হয়। পরে বিদেশে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
বক্তব্যে সবুজ আকন বলেন, ওসমান হাদি একজন বিপ্লবী নেতা ছিলেন। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলায় তাকে হত্যা করা হয়েছে। এই হত্যার দায় প্রশাসন ও তৎকালীন সরকারকে নিতে হবে। তিনি আরও দাবি করেন, ওসমান হাদি বরিশালের সন্তান হওয়ায় বরিশাল বিমানবন্দরের নাম শহীদ ওসমান হাদির নামে রাখা উচিত।
বেলা ১১টার দিকে অবরোধ শুরু হয়ে সাড়ে ১২টার দিকে তুলে নেওয়া হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। অবরোধ চলাকালে সড়কের উভয় পাশে ছোট-বড় দুই শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে যাত্রী ও চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
বাংলাদেশ সময়: ১৮:২৩:১৩ ●
৩৫ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)