কুয়াকাটায় মহিলা মাদ্রাসায় কোরআনে হাফেজাদের বিদায়ী সংবর্ধনা

হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় মহিলা মাদ্রাসায় কোরআনে হাফেজাদের বিদায়ী সংবর্ধনা
শনিবার ● ২০ ডিসেম্বর ২০২৫


কুয়াকাটায় মহিলা মাদ্রাসায় কোরআনে হাফেজাদের বিদায়ী সংবর্ধনা

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
পটুয়াখালীর কুয়াকাটার আলীপুরে অবস্থিত আল হুদা মহিলা মাদ্রাসায় হিফযুল কুরআন সম্পন্নকারী কৃতি ছাত্রীদের সম্মানে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল হুদা মহিলা মাদ্রাসার সভাপতি নূর বাহাদুর সিকদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বরগুনা পুলিশ লাইন জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ ইউসূফ শরিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ বেলাল হোসেন এবং পশ্চিম নওমালা মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মোহাম্মদ বেলাল হোসেন। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন মদিনাতুল উলুম নূরা-সাহি মাদ্রাসার পরিচালক মাওলানা মো. আল-আমিন।
সংবর্ধিত হিফযুল কুরআন সমাপনকারী কৃতি ছাত্রীদের মধ্যে রয়েছেন- মোসা. বুশরা, মোসা. মারজুকা, মোসা. সুমাইয়া, মোসা. কারিমা, মোসা. সাদিয়া, মোসা. সারা মারিয়া, মোসা. মারিয়া, মোসা. সুমাইয়া ও মোসা. তানহা।
বক্তারা বলেন, অল্প সময়ে পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করা অত্যন্ত সম্মানজনক ও গৌরবের বিষয়। এসব হাফেজা শিক্ষার্থী ভবিষ্যতে দ্বীনের খেদমতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে কৃতি ছাত্রীদের অভিভাবক ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী সাঈদ, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


এএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৮:১৭:০০ ● ৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ