গৌরনদীতে হাঁস পিঠা রেস্টুরেন্ট এন্ড মিনি কমিউনিটি সেন্টারের উদ্বোধন

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে হাঁস পিঠা রেস্টুরেন্ট এন্ড মিনি কমিউনিটি সেন্টারের উদ্বোধন
শুক্রবার ● ১৯ ডিসেম্বর ২০২৫


গৌরনদীতে হাঁস পিঠা রেস্টুরেন্ট এন্ড মিনি কমিউনিটি সেন্টারের উদ্বোধন

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
গৌরনদী উপজেলার ভুরঘাটা বাসস্ট্যান্ড সংলগ্ন হাঁস পিঠা রেস্টুরেন্ট এন্ড মিনি কমিউনিটি সেন্টারের শুক্রবার বিকেলে আছর নামাজের পরে শুভ উদ্বোধন করা হয়।
থাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ ফজলুল হক সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা আব্দুল বাড়ী সাহেব দাঃ বাঃ, মুহতামীম খাদেমুল ইসলাম সুন্নাতিয়া মাদ্রাসা বনগ্রাম, বিশেষ অতিথি ছিলেন হযরত মাওলানা মুফতী আবু আলিম সাহেব দাঃবাঃ মুহতামীম ভাউতালি কওমিয়া মাদ্রাসা, সঞ্চালয়ান করেন মোঃ ইমদাদ সিকদার, যুগ্ন আহবায়ক খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপি, অত্র রেস্টুরেন্ট এর পরিচালনায় রয়েছেন প্রবাসী মোঃ শরিফুল আলম, মোঃ লিটন হাওলাদার, মাওলানা মোঃ ইউসুফ হাওলাদার। উদ্বোধন শেষে স্থানীয় অনন্য অঙ্গ সংগঠনের রাজনৈতিক নেতাকর্মী ও ময়মুরুব্বিগণ উপস্থিত থেকে  দোয়া মোনাজাত করেন। রেস্টুরেন্ট কৃতপক্ষে জানান, খাবারের মান উন্নয়ন ধরে রাখতে যা করা দরকার তাই আমরা করব।


এমএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৫৯:০০ ● ৪৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ