মির্জাগঞ্জে ১০ শয্যা পায়রা হাসপাতাল উদ্বোধন

হোম পেজ » পটুয়াখালী » মির্জাগঞ্জে ১০ শয্যা পায়রা হাসপাতাল উদ্বোধন
শুক্রবার ● ১৯ ডিসেম্বর ২০২৫


মির্জাগঞ্জে ১০ শয্যা পায়রা হাসপাতাল উদ্বোধন

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
পটুয়াখালীর মির্জাগঞ্জে আধুনিক চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্য নিয়ে ১০ শয্যা বিশিষ্ট বেসরকারী স্বাস্থ্য প্রতিষ্ঠান পায়রা হাসপাতাল ও পায়রা ফিজিওথেরাপী সেন্টার এর উদ্ধোধন করা হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় পয়ারা হাসপাতাল প্রাঙ্গনে দোয়া অনুষ্ঠান ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে হাসপাতালের উদ্ধোধন করেন ঢাকার পিজি হাসপাতালের সহযোগী অধ্যাপক (শিশু সার্জারী) ডাঃ মোঃ নজরুল ইসলাম (আকাশ)। উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের নাক,কান ও গলা বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ হাসান জামান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আশ্রাফ আলী হাওলাদারসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
হাসপাতালের প্রতিষ্ঠাতা ও পরিচালক ডাঃ মোঃ নজরুল ইসলাম (আকাশ) জানান, মির্জাগঞ্জবাসীকে আধুনিক মানের স্বাস্থ্য সেবা প্রদান করতে বিশেষজ্ঞ চিকিৎসক ও অস্ত্রোপচারের জন্য উন্নত মানের সরঞ্জাম ও বেডসহ ১০টি কেবিন রাখা রয়েছে। দোয়া মোনাজাত পরিচালনা করেন মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ইমাম ও খতিব মওলানা মোঃ জাহিদুল ইসলাম


ইউজি/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৩১:২২ ● ৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ