
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে পটুয়াখালীর কুয়াকাটায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
শুক্রবার সকাল ১০টায় কুয়াকাটা প্রেসক্লাব চত্বরে কুয়াকাটা স্টুডেন্ট এলায়েন্সের ব্যানারে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভে অংশগ্রহণকারীরা ‘আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ’ এবং ‘আমি কে? তুমি কে? হাদি হাদি’সহ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল কুয়াকাটা প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় কুয়াকাটা স্টুডেন্ট এলায়েন্সের মুখপাত্র মো. মোজাহিদ সিফাত বলেন, শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি ভিন্নমত দমনের ধারাবাহিকতা। এই হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
সংগঠনের আহ্বায়ক মো. মহিন বলেন, এই হত্যাকাণ্ডের মাধ্যমে গণতন্ত্র ও দেশের স্বাধীন কণ্ঠকে স্তব্ধ করার অপচেষ্টা করা হয়েছে। এ ধরনের হামলার মাধ্যমে জনগণের প্রতিবাদ থামানো যাবে না।
সদস্য সচিব আরিফুল ইসলাম বলেন, অবিলম্বে একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করে এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে হবে। দোষীদের আইনের আওতায় না আনলে দেশের মানুষ রাজপথে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা শরীফ ওসমান হাদির ওপর গুলি চালায়। সর্বশেষ সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যু হয়েছে।