দশমিনায় আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস উদযাপন

হোম পেজ » পটুয়াখালী » দশমিনায় আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস উদযাপন
বৃহস্পতিবার ● ১৮ ডিসেম্বর ২০২৫


দশমিনায় আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস উদযাপন

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
পটুয়াখালীর দশমিনায় ‘দক্ষতা নিজের সম্পদ, দক্ষ জনশক্তি দেশের সম্পদ’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ এলাকা থেকে একটি র‍্যালি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা প্রশাসন ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে, কেন্দ্রের অধ্যক্ষ মো. হাবিবউল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন। বিশেষ অতিথি ছিলেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়র সহকারী রমেশ চন্দ্র ঘরামী, কম্পিউটার প্রশিক্ষক রকিব উদ্দিন, গ্রাফিক্স ডিজাইনার আরিফ হোসেন, মটর ড্রাইভিং প্রশিক্ষক আসাদুল্লাহ ও শহিদুল ইসলাম, ল্যাপ সহকারী নাঈম খান এবং কম্পিউটার অপারেটর ফরাজানা আক্তার। এ ছাড়াও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।


এসবি/এমআর

বাংলাদেশ সময়: ১৫:০২:৫৯ ● ৬০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ