মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব গ্রহণ

হোম পেজ » পিরোজপুর » মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব গ্রহণ
বৃহস্পতিবার ● ১৮ ডিসেম্বর ২০২৫


মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব গ্রহণ

সাগরকন্যা প্রতিবেদক, মঠবাড়িয়া (পিরোজপুর)

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে আকলিমা আক্তার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যোগদান করেন।
দায়িত্ব হস্তান্তরকালে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাইসুল ইসলাম নবাগত ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তিনি উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এর আগে সদ্যবিদায়ী ইউএনও আবদুল কাইয়ূম তার কর্মকালীন সময়ে প্রশাসনিক স্বচ্ছতা, জনসেবার মানোন্নয়ন এবং উন্নয়নমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার বিদায়ে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট মহল কৃতজ্ঞতা ও শুভকামনা জানায়।


আরজে/এমআর

বাংলাদেশ সময়: ১২:২৮:৩০ ● ৫৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ