কলাপাড়ায় তীব্র শীতে জবুথবু জনজীবন

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় তীব্র শীতে জবুথবু জনজীবন
বৃহস্পতিবার ● ১৮ ডিসেম্বর ২০২৫


কলাপাড়ায় তীব্র শীতে জবুথবু জনজীবন

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় তীব্র শীতের প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রতিদিন দুপুর গড়িয়ে বিকেল নামার সঙ্গে সঙ্গে শীতের তীব্রতা বাড়তে শুরু করে। সন্ধ্যার পর থেকে কনকনে ঠান্ডায় জবুথবু হয়ে পড়ে সাধারণ মানুষ।
ভোর থেকে বেলা বাড়া পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকে গ্রামীণ জনপদ। দিনের বেলাতেও অনেক এলাকায় যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।
খেপুপাড়া আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টায় কলাপাড়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবীরা।
শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েছে। কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সর্দি, জ্বর, ডায়রিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত রোগীদের ভিড় লক্ষ্য করা গেছে।
হাসপাতালে ভর্তি মো. সগির বলেন, আমার জ্বরের সঙ্গে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তিন দিন ধরে হাসপাতালে ভর্তি আছি। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত শীতের কারণেই এ সমস্যা হয়েছে।
জেলা আবহাওয়া অফিস জানিয়েছে, ডিসেম্বর মাসজুড়ে এ শীতের পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে।


এমবি/এমআর

বাংলাদেশ সময়: ১৪:০৮:৩২ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ