আজ মহান বিজয় দিবস আত্মসমর্পণের মধ্য দিয়ে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ

হোম পেজ » মুক্তিযুদ্ধ » আজ মহান বিজয় দিবস আত্মসমর্পণের মধ্য দিয়ে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ
মঙ্গলবার ● ১৬ ডিসেম্বর ২০২৫


 

১৬ ডিসেম্বর, ১৯৭১ সালে পাকিস্তান সেনাদের ঐতিহাসিক আত্মসমর্পণ চুক্তির মুহূর্তে। ছবি- সংগৃহীত

মো. মহসীন খান

আজ ১৬ ডিসেম্বর, মঙ্গলবার। ১৯৭১ সালের এই দিনেই পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে অর্জিত হয় বাঙালির কাঙ্ক্ষিত বিজয়। যে ফুলকে বাঁচিয়ে রাখার শপথে বাঙালি রক্তে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল, যার আগমনের প্রতীক্ষায় সন্তানের নিথর দেহ কাঁধে নিয়েও বাবার চোখে ছিল গর্বের দীপ্তি ও স্বপ্নের আলো- সেই ফুলের সুবাস আর স্বপ্নের বাস্তব রূপ নিয়ে হাজির হয় একাত্তরের ১৬ ডিসেম্বর।

দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পরিসমাপ্তি ঘটে এই দিনে। বিশ্বের মানচিত্রে জন্ম নেয় একটি নতুন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র- বাংলাদেশ। লাল-সবুজের বিজয় কেতন উড়তে থাকে বাংলার গ্রাম-গঞ্জ-শহর-বন্দর সর্বত্র।

এই দিন সকাল ১০টা ৪০ মিনিটে মিত্রবাহিনী ঢাকায় প্রবেশ করে। বিকেল ৪টা ২১ মিনিটে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) পাকিস্তানি হানাদার বাহিনীর ইস্টার্ন কমান্ডের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল এ.এ.কে. নিয়াজি ৯৩ হাজার সৈন্যসহ অস্ত্রশস্ত্র নিয়ে মিত্রবাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন।

এই আত্মসমর্পণের মধ্য দিয়েই চূড়ান্ত বিজয়ের সূর্য উদিত হয় স্বাধীন বাংলাদেশের আকাশে।

 

লেখক: শিক্ষক ও সাংবাদিক

বাংলাদেশ সময়: ৪:০৮:৩৪ ● ৪২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ