মঠবাড়িয়ায় নির্বাচন অফিসে অগ্নিসংযোগের চেষ্টা!

হোম পেজ » পিরোজপুর » মঠবাড়িয়ায় নির্বাচন অফিসে অগ্নিসংযোগের চেষ্টা!
শনিবার ● ১৩ ডিসেম্বর ২০২৫


মঠবাড়িয়ায় নির্বাচন অফিসে অগ্নিসংযোগের চেষ্টা!

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় নির্বাচন অফিসে গভীর রাতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (১৩ ডিসেম্বর) ভোর রাত ৪ টার দিকে উপজেলা নির্বাচন অফিসের পিছনের একটি জানালার লক ভেঙে একটি বাঁশের মাথায় কাপড় বেঁধে তাতে পেট্রোল দিয়ে আগুন লাগানোর চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে আগুনটি অফিসের ভেতরে ছড়িয়ে পড়েনি, ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র।

উপজেলা নির্বাচন অফিসার বাসুদেব সরকার জানান , শনিবার ভোর রাতের দিকে উপজেলা নির্বাচন অফিস ভবনের পিছন থেকে লাঠির সাহায্যে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা করে দুর্বৃত্তদের। এতে অফিসের কোন কাগজপত্রের ক্ষয়ক্ষতি হয়নি।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সবুজ বিশ্বাস বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি পরিকল্পিত নাশকতার চেষ্টা কি না তা খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাইসুল ইসলাম বলেন, নির্বাচন অফিস একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান। বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি এবং দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ১৬:২৫:১৬ ● ৪১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ