
সাগরকন্যা প্রতিবেদক,বরগুনা
বরগুনা মাছ বাজারে এই প্রথম ৭০ কেজি ওজনের একটি বাঘা আইর মাছ দেখা মিলছে। এই বিশাল আকৃতির মাছটি ৮২ হাজার টাকায় বিক্রি হয়েছে। শনিবার সকালে এক হোটেল ব্যবসায়ী মাছটি কিনেছেন।
জানা যায়, বরগুনা পৌর শহরে মাছ ব্যবসায়ী জনৈক মজিবর রহমান তিনি ঢাকার কারওয়ান বাজার থেকে শনিবার সকালে বিশাল আকৃতির মাছটি বরগুনা মাছ বাজারে নিয়ে আসেন। এ সময় মাছটি এক নজর দেখার জন্য অসংখ্য উৎসুক জনতা হুমড়ি খেয়ে পড়ে। অনেকে বলেন, এত টাকা দিয়ে তো একার পক্ষে মাছ কেনা যায় না। অনেক লোক মাছটি দেখার পরে বরগুনা বিএনপি অফিস সড়কে একটি হোটেল মালিক মাছটি ৮২ হাজার টাকায় কিনে নেয়।
মাছ ব্যবসায়ী মজিবর রহমান বলেন, এই মাছটি পদ্ম নদীর। আমি ঢাকা কারওয়ান বাজার থেকে বরগুনা বাসির জন্য কিনেছি। বাজারে কিছুক্ষণ রেখেছি। একা কিনতে কেহ সাহস করে না। তাই একটি হোটেল মালিক ৮২ হাজার টাকায় কিনে নিয়েছেন। তিনি রান্না করে বিক্রি করবেন।
আগত ছগির হোসেন বলেন, আমি স্বাধীনতার পরে বরগুনা শহরে এত বড় আকৃতির মাছ আর দেখিনি। মাছটি দেখে আমার খুব ভালো লেগেছে। শাহিন নামের একজন বলেন, এত বড় মাছ একা কিনে খাবার তৌফিক আল্লাহ দেয়নি। তবে পরিবারের লোকজন নিয়ে এই হোটেলে এক বেলা ভাত খেতে আসব। গণমাধ্যম কর্মি তাপস মাহমুদ বলেন, মাছের খবর পেয়ে আমি সেখানে ছুটে যাই। বিশাল আকৃতির মাছটি দেখে আমি ছবি তুলেছি। সত্যি বলতে কি এত বড় মাছ আমি কোনোদিন দেখিনি। এ ভাবে অসংখ্য উৎসুক জনতা মাছ দেখে মন্তব্য করেন।
এমএইচকে/এমআর