আগৈলঝাড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

হোম পেজ » বরিশাল » আগৈলঝাড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন
মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫


আগৈলঝাড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

বরিশালের আগৈলঝাড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক, সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজীদ সরদার, বরিশাল জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক সুশান্ত রায়।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারজানা আক্তার এবং বিএইচপি একাডেমীর প্রধান শিক্ষক যতীন্দ্র নাথ মিস্ত্রী প্রমুখ।

এসই/এমআর

বাংলাদেশ সময়: ১২:২৯:৪৫ ● ৪১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ