‎মির্জাগঞ্জে আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা

হোম পেজ » পটুয়াখালী » ‎মির্জাগঞ্জে আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা
মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫


‎মির্জাগঞ্জে আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা

সাগরকন্যা প্রতিবেদক, ‎মির্জাগঞ্জ (পটুয়াখালী)
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা- প্রতিপাদ্যকে সামনে রেখে ‎পটুয়াখালীর মির্জাগঞ্জে র্আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে  মঙ্গলবার(৯ ডিসেম্বর)  সকাল নয়টায় মানববন্ধন, র‌্যালী ও আলোচনা সভা হয়।

‎মানববন্ধন ও বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা পরিষদের নবনির্মিত সম্প্রসারিত ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ মলিহা খানম।

‎উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ আবদুল জলিল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন সুবিদখালী সরকারী কলেজের অধ্যাপক উম্মে কুলসুম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ- সভাপতি এ্যাডভোকেট মোঃ মজিবুর রহমান, সাংবাদিক মোঃকামরুজ্জামান বাঁধন, ভয়াং শরাফতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাছুমা আক্তার ও উপজেলা এনজিও ফোরামের সভাপতি মোঃ কাওসার আহম্মেদ প্রমূখ। সভায় উপজেলার সরকারী বিভিন্ন দপ্তরের প্রধানগণ,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, স্থানীয় গণমাধ্যম কর্মী ও স্কুল - কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


‎ইউজি/এমআর

বাংলাদেশ সময়: ১২:২৫:৩৫ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ