মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫
মির্জাগঞ্জে আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা
হোম পেজ » পটুয়াখালী » মির্জাগঞ্জে আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা
সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা- প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর মির্জাগঞ্জে র্আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার(৯ ডিসেম্বর) সকাল নয়টায় মানববন্ধন, র্যালী ও আলোচনা সভা হয়।
মানববন্ধন ও বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা পরিষদের নবনির্মিত সম্প্রসারিত ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ মলিহা খানম।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ আবদুল জলিল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন সুবিদখালী সরকারী কলেজের অধ্যাপক উম্মে কুলসুম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ- সভাপতি এ্যাডভোকেট মোঃ মজিবুর রহমান, সাংবাদিক মোঃকামরুজ্জামান বাঁধন, ভয়াং শরাফতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাছুমা আক্তার ও উপজেলা এনজিও ফোরামের সভাপতি মোঃ কাওসার আহম্মেদ প্রমূখ। সভায় উপজেলার সরকারী বিভিন্ন দপ্তরের প্রধানগণ,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, স্থানীয় গণমাধ্যম কর্মী ও স্কুল - কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ইউজি/এমআর
বাংলাদেশ সময়: ১২:২৫:৩৫ ● ৩৩ বার পঠিত
