বদলে যেতে পারে নির্বাচনী সমীকরণ পটুয়াখালী-৪ আসনে লড়তে চান মুফতি হাবিব

হোম পেজ » লিড নিউজ » বদলে যেতে পারে নির্বাচনী সমীকরণ পটুয়াখালী-৪ আসনে লড়তে চান মুফতি হাবিব
সোমবার ● ৮ ডিসেম্বর ২০২৫


এক আসনে নয় পটুয়াখালী ৪ আসনে প্রার্থীতার ঘোষণা মুফতি হাবিবের

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

ইসলামী আন্দোলন বাংলাদেশের পটুয়াখালী-০১ আসনের মনোনীত প্রার্থী মুফতি হাবিবুর রহমান তাঁর প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে তিনি কোন রাজনৈতিক দল থেকে নির্বাচন করবেন, তা এখনও নিশ্চিত করেননি।
সোমবার সন্ধ্যায় পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন কলাপাড়া উপজেলা কমিটি থেকে অব্যাহতি পাওয়া জেড এম কাওসার, মাওলানা মোস্তাফিজুর রহমান ও মো. আসাদুজ্জামান ইউসুফসহ মুফতি হাবিবুর রহমানের অনুসারীরা।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার প্রার্থীতা প্রত্যাহার ও নতুন আসনে নির্বাচনের সিদ্ধান্ত পটুয়াখালী-০১ ও পটুয়াখালী-০৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করতে পারে।
লিখিত বক্তব্যে মুফতি হাবিবুর রহমান বলেন, দলীয় সিদ্ধান্ত মোতাবেক ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে পটুয়াখালী-০১ আসনের প্রার্থী হিসেবে নির্ধারণ করা হয়েছিল। এতে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং স্ট্রোক করেন। তিনি উল্লেখ করেন, এ অঞ্চল থেকে সরে যেতে হওয়ায় তার হৃদয়ের রক্তনালী ছিঁড়ে যাওয়ার মতো কষ্ট পেয়েছিলেন। তাই তিনি ফিরে এসেছেন।
তিনি আরও বলেন, এমপি নির্বাচিত হতে পারলে এলাকার মানুষের পাশে থাকবেন এবং ভবিষ্যতে চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে সব শ্রেণির মানুষকে সাথে নিয়ে অবস্থান করবেন। তার জীবনযাপন সবসময় সাধারণ ছিল এবং তিনি ভবিষ্যতেও গাড়ি-বাড়ির বিলাসিতা না করে সাধারণ জীবনেই থাকতে চান।
এর আগে বিকেলে তিনি শতাধিক মোটরসাইকেল নিয়ে কলাপাড়া পৌর শহরে শোডাউন করেন।


এমই/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩০:৪২ ● ২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ